সনাতন গরাই, দুর্গাপুর:- লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ব্যাপক অশান্ত হয়ে পরে দুর্গাপুর। প্রায় প্রত্যেক দিন দুর্নীতি।রাজনৈতিক হিংসা দেখে দুর্গাপুরের মানুষ যেমন ভয় পাচ্ছে তেমনি তিতিবিরক্তই হচ্ছে।রাজনৈতিক সংঘর্ষ মোকাবিলা করতে গেলে পুলিশ কর্মীরা জখম হয়ে যাচ্ছেন। এবার আইন রক্ষায় ঝেমেলাপ্রবল এলাকায় পুলিশ কমব্যাট এর সাথে নামানো হবে সিআইএফ জওয়ান দের ও ইনসার্জেন্সি ফোর্সদের। মঙ্গলবার দুর্গাপুরের আমরাই গ্রাম রুটমার্চ করেন সিআইএস এফ এর একটি দল।

আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্রের খবর দুর্গাপুরে শাসকদল ও বিরোধী দলের সংঘর্ষ প্রায় প্রত্যেক দিনই হচ্ছে, যার ফলে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ থেকে পুলিশ অধিকারিকরা। সেই জন্য এবার কমব্যাট ও পুলিশ কর্মীদের সাথে ঝামেলা মোকাবিলা করতে নামবে এই জওয়ানরা।দুর্গাপুর থানায় সিআইএসএফ এর একটি দলকে দুর্গাপুরে রাখা হবে। প্রয়োজনে আরো বাহিনী আনা হবে।