সনাতন গরাই, দুর্গাপুরে :- সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ ও পরিবর্তন হতে থাকে তারই প্রমাণ দিল যৌনকর্মীরা। এবার দুর্গাপূজায় প্রথমবার নামলো এই যৌনকর্মীরা। কাদারোড আগে সবাই জানত যৌন পল্লী হিসাবে। এবার মানুষ জানতে পারবে যৌনকর্মীরাও কোনো অংশে পিছিয়ে নেই।

দুর্বার মহিলা সম্বন্বয় সমিতি থেকে জানায়, প্রথম বার শুরু করলো দুর্গাপূজা, অবশ্য সেইরকম ধুমধাম হবে না,তবে আসতে আসতে পূজার ধুমধাম ও বাড়বে। যৌনকর্মীরা জানান, আমরা আনুষ্ঠানিক ভাবে এবং রীতি মেনে পূজা করার চেষ্টা করবো। যৌনকর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই দুর্গাপুরের মানুষ।