সৌভিক সরকার :- এনআরসি-এর বিরোধিতার পথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এনআরসি -র বিরুদ্ধে পথে নামলেন সমগ্র বীজপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হালিশহর স্টেশন সংলগ্ন চয়ন স্মৃতি ক্লাব থেকে শুরু করে সরকার বাজারে এই মিছিলটি সমাপ্ত হয়।
আজ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অবজারভার সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলার সহ দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা প্রবীর সরকার, কমল অধিকারী প্রমূখ নেতৃত্বরা। মূলত তাদের দাবি বাংলায় কোনোভাবে এনআরসি চালু করতে দেওয়া যাবে না।