অলোক আচার্য, নিউব্যারাকপুর :- বাংলায় নাগরিকপঞ্জী করতে দেওয়া হবে না। প্রথম থেকেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এন আর সি- র নামে লক্ষ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করার বিজেপির চক্রান্ত ব্যার্থ করতে অসমে নাগরিকপঞ্জী র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার জেলাজুড়ে প্রতিবাদী মিছিল ও পথসভা হয়। নাগরিকপঞ্জী সহ একের পর এক জনবিরোধী নীতি নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। আর তারই জোরদার প্রতিবাদে এবার পথে নামলো নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেস। রবিবার বিকালে এক বণার্ঢ্য প্রতিবাদ মিছিল বের হয় পুরাতন বাজার নেতাজী ভবন কার্যালয়ের সামনে থেকে। মিছিলে নেতৃত্ব দেন নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার। বিজেপির এই জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদে ক্ষোভ উগরে দেন মিছিল থেকে। নাগরিকপজ্ঞি মানছি না মানব না বলে শ্লোগান দিতে থাকে। মিছিল শেষে স্হানীয় ১৭৫নং মিনিবাস স্টান্ডের সামনে প্রতিবাদী পথসভায় সুখেন মজুমদার বলেন নাগরিকপজ্ঞি তৈরি করে দেশ থেকে মানুষকে বিতাড়িত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। ফলে মানুষ ভীত। রাজ্যে যাতে নাগরিকপজ্ঞি রদ করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তার সঙ্গে আছি। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি মানছি না মানব না। তারই প্রতিবাদে আজ রবিবার প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয়। মিছিলের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা ঐক্যবদ্ধ ভাবে সামিল হয়েছিল। উপস্হিত ছিলেন নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার,উপ পুরপ্রধান মিহির দে,পুর দলনেতা প্রবীর সাহা,পুরপিতা সৌমিত্র মজুমদার,জেলা তৃণমৃল নেতা ঋষীকেশ রায়,সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন দে,পৌরপিতা মনোজ সরকার প্রমুখ।