নিজস্ব সংবাদদাতা, বসিরহাট :- এনআরসি আতঙ্কে এবার এক কৃষকের মৃত্যু ঘটলো বসিরহাট মহকুমার মাটিয়া থানা দক্ষিণ কৃপালপুর এলাকায়। বছর ৩৬ এর মন্টু মন্ডল পেশায় চাষী ।বেশ কয়েকদিন ধরে জমির দলিল উপযুক্ত নথী কাগজপত্র নিয়ে চিন্তায় ছিল। কয়দিন ধরে বিডিও অফিসে যাচ্ছিলেন গতকাল বিকেলে কাগজপত্র ঠিকঠাক করতে বসিরহাট দু’নম্বর বিডিওর কাছে এসেছিলো। এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন। তার ১৯৭১ সালের পরে উপযুক্ত নথিপত্র না থাকায় আতঙ্ক চিন্তা দুর্বিষহ করে তুলেছিল মন্ডল পরিবারকে। তার স্ত্রী মিনারা বিবি ছোট তিনটে কন্যা সন্তান ও এক ছলে সহ এই কৃষক পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল মন্টু। উপযুক্ত কাগজ পত্র না মেলায় মন্টু মন্ডলকে সারা রাত্রি ধরে চিন্তা আতঙ্ক ভয় গ্রাস করেছিল। মন্টু আজ শনিবার সকাল বেলাতেও স্ত্রী মিনারা সঙ্গে উপযুক্ত নথিপত্র নিয়ে কথা বলছিল। কথা বলতে বলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। সংসারে একমাত্র রোজগার শেষ সম্বল টুকু শেষ হয়ে গেল। ওই চাষীর মৃত্যুর ঘটনার জেরে এলাকায় আতঙ্ক গ্রাস করেছে। পরিবারের দাবি এনআরসির কারনে উপযুক্ত নথি জোগাড় করতে না পেরে দেশছাড়া হওয়ার আতঙ্কেই মৃত্যু হয়েছে মন্টুর।