সঞ্জয় দাস ,কলকাতা :- অরুন কুমার পান্ডে ও মমতা শাহ প্রযোজনায় এবং রিতেশ বোড়ার নির্দেশনায় তৈরী হয়েছে “এক হাকিকত গঙ্গা ” নামক হিন্দী চলচিত্র। এই ছবির ট্রেইলার ও সংগীত প্রকাশিত হল কলকাতার নামজাদা রেস্তোরায়। এই ছবির সংগীত পরিবেশনা করেছেন মিলেন হারেস এবং সংগীত লিখেছেন রিতেশ বোরা। এই ছবিতে অভিনয় করেছেন রচনা সুয়েল, গৌরী শঙ্কর, প্রমোদ মুথ।এই ছবিতে ‘বাল্য-বিধবা’ কাহিনীকে কেন্দ্র করে তৈরী হয়েছে ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সিরাজের বৌ’ সিরিয়াল খ্যাত সন ব্যানার্জী, মডেল অভিনেত্রী রিচা শর্মা (মুম্বাই ), ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা।কাকুলির তত্বাবধানে এই অনুষ্ঠানটি সুন্দর ও সুস্থ ভাবে অনুষ্ঠিত হয়েছে।