সনাতন গরাই, দুর্গাপুর :- অটো ও মিনিবাসের বিবাদ দুর্গাপুর জুড়ে প্রায় সময় চলে।ফের সোমবার এক অটোচালক রাস্তা পারহচ্ছিলো তখন একটি ৮বি রুটের বাস চলে আসে।তারপর ওই মিনিবাসের চালক ও খালাসি মিলে ওই অটোচালককে মারতে থাকে।তাকে মারছে দেখে স্থানীয় লোকজন ছুটে এসে অটোচালকে উদ্ধার করে ও মিনিবাসচালক ও খালসিকে মারধোর শুরু করে।এই ঘটনার জন্য বন্ধ থাকে বেশ কিছুক্ষণ বাস চলাচল যার জেরে সমস্যায় পরে নিত্যযাত্রী থেকে পড়ুয়ারা।
ঘটনার খবর পেয়ে আসে বিধাননগর পুলিশ এবং মিনিবাস চালককে জনতার হাত থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।অটো চালক ও বাস চালক উভয়ই থানায় অভিযোগ করে।এই ঘটনার ফলে বেশ কিছুক্ষন বাস চলাচল বন্ধ থাকলে পুলিশ তা স্বাভাবিক করে দেয়।