সানওয়ার হোসেন, বারুইপুর :- মা-মেয়েকে পড়াশোনা ঠিকমতো না করার দরুন ১১ তারিখ সন্ধ্যা বেলায় খুব বকাবকি করে। মেয়ে শাবানা শেখ (১১)। শাবানা শেখ চম্পাহাটি গোয়ালিয়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো। গতকাল সন্ধ্যায় পাড়ায় একজনের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল। পরে বাড়িতে এসে কাউকে কিছু না জানিয়ে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করে শাবানা শেখ। ঘটনাটি ঘটেছে চামপাহাটি কমলপুরে। সেই সময় বাড়িতে মা ও বাবা ছিল না। যে যার কাজ করতে গিয়েছিল।
পরে বাবা শাহালম শেখ বাড়িতে আসে এবং দরজা খুলে দেখেন মেয়ে শাবানা শেখ সিলিং ফ্যানের ঝুলছে। সঙ্গে সঙ্গে আশেপাশে বাড়ির লোকেদের খবর দেয়। আশে পাশের বাড়ির লোক ছুটে এসে শাবানাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তাররা দেখে শাবানাকে মৃত বলে ঘোষণা করে। পরে বারুইপুর থানার খবর দিলে বারইপুর থানা পুলিশ সাবান শেখের দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।