কবিতা :- একুশের কবিতা

চঞ্চল মিস্তিরী

এখন ফেব্রুয়ারি মাস
ভাষা আন্দোলনের মাস
অধিকার অর্জনের মাস
আত্ন পরিচয়ের অর্জনের মাস
আত্ন আবিষ্কারের মাস
চেতনা উদ্ভাসিত হওয়ার মাস
এত কারু কার্য খচিত নির্মান
তিন তালা ওই ইটের উচু দালান
রক্তে লাল বিরাট অট্টালিকা
১৯৪৮ সালে ২৫ শে আগস্ট পাকিস্তান
বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার দাবী উত্থাপন
১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি
রাষ্ট্র ভাষার দাবীতে শহিদ হয়েছে কতজনি
রাজ পথে ওই মিছিল গলোয় কত ভাইয়েররা শহিদ হলো
রফিক,সফিক,সালাম, বরকত
রাষ্ট্র ভাষার বাংলা চাই
বুকের তাজা রক্ত ঢেলে রাজ
রাজ পথ করেছে লাল
ভাষার জন্য চরম নিষ্ঠা
বাঙালি বুকের রক্ত দিয়ে গড়েছে মাতৃভাষা
বাংলার মানুষের মায়ের ভাষা
তা হলো বাংলা ভাষা
এই ভাষাতে বাংলার পিতা
পিতা মোধের শেখ মুজিবুর রহমান
অগ্নি বিনার ঝক্নার
মুক্তি আনতে পরাধীনতার
শেখ মুজিবুর একটি শ্লোগানে
দেশের লোক যাপিয়ে পরে
রাজ পথের ঐ রাষ্ট্র ভাষা
বাংলা ভাষার শেখ মুজিব
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।