সনাতন গরাই, দুর্গাপুর :- রবিবার এএসপি ক্রীড়াঙ্গনে রক্তদান শিবিরে ৬ জন মহিলা সহ মোট ৬২ জন রক্তদান করেন । ৫ জন এই প্রথম বার রক্তদান করলেন। কেন্দ্রীয় ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ানদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বহু বিশিষ্ট মানুষের সমাগম হয়েছিল এই শিবিরে।
দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক মেডিকেল টীম ও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবক বন্ধুরা নিরলস ভাবে শিবির সফল করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম সকল রক্তদাতা ও আয়োজক সংগঠন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।