সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুরের অন্যতম পূজা মণ্ডপ উর্বশী সার্বজনীন। মানুষকের মধ্যে পথনিরাপত্তা সমন্ধে সচেতন করতে এইবারের থিম ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’। এছাড়াও পূজা মণ্ডপে কাঠ গুঁড়ো ফেবিকলের সাথে থাকছে বাংলার গোবরের কারুকায্য। থিমে বাইক আরোহীদের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
উর্বশী সার্বজনীনের সেক্রেটারি শ্যামল গোস্বামী জানান আমাদের মণ্ডপ তৈরি করতে প্রায় ২০লক্ষ টাকা খরচা হয়েছে। আমাদের অনুষ্ঠান চলবে দ্বাদশীর দিন পযন্ত। পূজা মণ্ডপে থাকছে করা নজরদারি।আমাদের এই মণ্ডপে প্রচন্ড ভিড় হয়।কাঁথির শিল্পীদের কারুকায্য দর্শনার্থীদের মনে এক অন্য জায়গা করে নেবে। আমাদের এই থিমের মাধ্যমে দুর্ঘটনা কিছুটা হলেও কমবে এবং মানুষ সচতেন হবে। এছাড়াও মণ্ডপে মানুষকে আরো সচতন করতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ -র গান বাজবে।