সংবাদদাতা, বাগদা :- উত্তর ২৪ পরগনা ও নাদিয়ার সংযোগ সেতুর সম্প্রসারণের দাবিতে বাগদা সারাহাটিতে অবরোধ এলাকার বাসিন্দাদের। উত্তর ২৪ পরগনা বাগদার সারাহাটি ও নাদিয়ার দত্তফুলিয়া মধ্যে ইছামতি নদীর উপরে একমাত্র সংযোগ সেতুর সংকীর্ণ থাকার কারনে যানবাহন চলাচল করতে সমস্যা হয় বলেই এলাকার বাসিন্দারা আজ রাস্তায় নামে। এক ঘন্টা অবরোধ চলার পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।