সমীর দাস, কলকাতা :- মানুষের অভাব, অভিযোগ ও তাদের মতামতের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এক অভিনব উদ্যোগ “দিদিকে বলো” কর্মসূচী। দীর্ঘ এক মাস যাবৎ চলছে এই কর্মসূচী। দলীয় নির্দেশে এই কর্মসূচীকে আরও ছড়িয়ে দিতে পথে নেমেছে যুব তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতার ৪৭ নং ওয়ার্ডে এই প্রথম “দিদিকে বলো” কর্মসূচী চালানো হয়। উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা পর্যবেক্ষক সৌম্য বক্সীর উদ্যোগে মালিঙ্গা লেনে এই কর্মসূচী চলে। প্রথমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচীর প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে বোঝানো হয়। এরপর এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে দিদিকে বলো কার্ড দিয়ে এই কর্মসূচীর উপকারিতা ও প্রয়োজনীয়তা বোঝানো হয়। ছোটো ছোটো সাধারণ সমস্যা ছাড়া মানুষ স্বভাবতই পৌরমাতা ও ওয়ার্ড সভাপতির কাজে খুশী। বাড়ি বাড়ি জনসংযোগের পর এলাকার এক দলীয় কর্মীর বাড়িতে রাত্রিকালীন নৈশভোজে অংশগ্রহণ করে এদিনের এই কর্মসূচী সমাপ্ত হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি বিমল সিং, ৪৭নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমাম খান, কার্যকারী সভাপতি কাজল দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Home Latest News উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা পর্যবেক্ষক সৌম্য বক্সীর উদ্যোগে...