রাহুল রায়, পূর্ব বর্ধমান:- শুক্রবার উড়িষ্যা উপকূলে থেকে ফণী প্রবেশ করছে পশ্চিমবঙ্গে। রাতেরবেলা থেকে ফণীর প্রভাবে ঝড়ো হাওয়া, বৃষ্টি শুরু হয়। শনিবার সকাল থেকে ফণীর প্রভাবে ঝড়ো হাওয়া বৃষ্টি শুরু হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে। এইদিন রাস্তায় মানুষজনের সমাগম কম দেখতে পাওয়া যায় বিশেষ দরকার ছাড়া মানুষজন বাইরে দেখতে পাওয়া যাচ্ছেনা। বৃষ্টির কারণে চাষিরা মাঠে ধান তুলতে পারছেনা।