নিজস্ব সংবাদদাতা, বসিরহাট :- হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের উদ্যোগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি হবার সাহায্যে কলেজ ইউনিয়ন এবং কলেজের কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের ফ্রী কলেজে ভর্তি করা হল। এই বিষয় নিয়ে কলেজ ইউনিয়নের কর্তৃপক্ষ বলেন আজকে 8 জন ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে।
সম্পূর্ণ ফ্রিতে কলেজে ভর্তি নেওয়া হয়েছে। এবং তাদের হাতে খাতা বই দিয়ে আমরা যতটুকু পারি সাহায্য করবো এবং আগামী দিন আমাদের পরিকল্পনা আছে যে ওই দুঃস্থ ছাত্র-ছাত্রীদের আরো বেশি পরিমাণে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে আমরা ভর্তি করবো। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রাম ছেলে মেয়েদের যেমন সংসার নগর যোগেশ গঞ্জ ,স্যান্ডেল আর বিল, সাহেব খালি বিভিন্ন জায়গার ছেলে মেয়েদের এই অনুষ্ঠানের সম্বর্ধনা দেওয়া হয়।