
অলোক আচার্য, নববারাকপুরঃ- নববারাকপুর পথের দাবী গণসাংস্কৃতিক সংস্থা পরিচালিত ঈশান সাহিত্য পত্রিকার চল্লিশ বছর পূর্তিতে বাংলা ভাগের ৭৫ বছর শীর্ষক গ্রন্থ বিশেষ সংখ্যা প্রকাশ ও আলোচনাসভা হয় রবিবার বিকেলে স্থানীয় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মন্ডপে।

বই মোড়ক উন্মোচন করেন সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সমতা বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন চিত্রকর অরুন বনিক। ছিলেন ঈশানের সম্পাদক উত্তম দত্ত, অসিত দাস, ইন্ডিয়ান আর্ট কলেজের অধ্যক্ষ তথা পুর প্রতিনিধি দেবাশিস মিত্র প্রমুখ। দেশভাগের ৭৫ বছর সেকাল ও একাল নিয়ে আলোচনায় অধ্যাপিকা সমতা বিশ্বাস অনেক কথার মধ্যে বলেন দেশভাগের ৭৫ বছর একটা বাংলা ভাগ। তারপর ৭৫ বছর। বাংলা ভাগ নিয়ে দীর্ঘ অভিজ্ঞতার কথা আলোকপাত করেন।

সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় বলেন, ইতিহাস ভুলিয়ে দেওয়ার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা। তথ্য সম্বলিত অভিজ্ঞতা তুলে ধরেন বক্তব্য। স্বাগত ভাষন দেন ঈশান সাহিত্য পত্রিকার সম্পাদক উত্তম দত্ত। দীর্ঘ চার দশক পরে মুদ্রিত পত্রিকার সঙ্কট জনক পরিস্থিতির কথা তুলে ধরেন।

নববারাকপুর ২৩ টি লিটল ম্যাগাজিন ছিল। পত্রিকাগুলোর করুন চিত্র দশা তুলে ধরেন আর্থ সামাজিক প্রেক্ষাপটে। শুরুতে সমবেত সংগীত পরিবেশন করেন পথের দাবি সংগীত বিভাগের শিল্পী কলাকুশলিরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থার সদস্য সৌম্য বসু।