সনাতন গরাই, দুর্গাপুর :- “তেল বাচাঁও -দেশ বাচাঁও রক্ত দাও – জীবন বাঁচাও” ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দুর্গাপুর ডিভিশনাল অফিস ও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর যৌথ উদ্যোগে বিগত বছরগুলির ন্যায় এবারেও এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ আইওসিএল সিটি সেন্টার কার্যালয় হলে।
উৎসাহ উদ্দীপনা সহকারে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ৬ জন মহিলা সহ মোট ৪০ জন রক্তদান করেছেন। বিভাগীয় প্রধান নরেশ আগরওয়াল প্রথম রক্তদাতা রূপে শিবিরের সূচনা করেছেন। আইওসিএল কর্মচারী, পেট্রল পাম্প শ্রমিক,অটো চালক বন্ধুরা সহ এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রক্তদান করেছেন।
সগড়ভাঙ্গা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী (৬১ বছর বয়সী) শ্রীমতী সোনালী দাস, রাতুরিয়া হাউসিং কলোনির বাসিন্দা শ্রীমান ভোলা মানঝী (১৯ বছর বয়সী) রক্তদান করেছেন।৪জন এই প্রথমবার রক্তদান করলেন।রক্তদান শিবিরে বহু গুণীজন উপস্থিত ছিলেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক এর মেডিক্যাল টিম রক্ত সংগ্রহ করেছেন।
দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম এর সহঃ সভাপতি বিশ্বদীপ রায় চৌধুরী এবং আইওসিএল কর্তৃপক্ষ এর তরফে শ্রী সুরজিত কুন্ডু সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।