সুজয় মন্ডল, বসিরহাট :- সংখ্যালঘু ভোটারের পাশাপাশি বেশকিছু তপশিলি সম্প্রদায়ের ভোটারের বসবাস উত্তর ২৪ পরগণা  বসিরহাট লোকসভা কেন্দ্রে। তপশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়নের দাবিতে সপ্তদশ লোকসভা নির্বাচনে বসিরহাট থেকে প্রার্থী হয়েছেন ইউনাইটেড সোস্যালিস্ট পার্টির পক্ষে মিজানুর রহমান। নতুন দল হিসাবে প্রকাশিত এই পার্টির সম্পাদক পদে রয়েছেন তিনি। এক সময় সংখ্যালঘু যুব ফেডারেশন এর রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন মিজানুর রহমান। বর্তমানে বিজেপি ও তৃণমূল-এর বিরোধিতা করে নতুন দল গঠন করেছেন বলে উল্লেখ করে তিনি। তিনি বলেন, ‘ দাঙ্গাবাজ বিজেপি ও শোষণবাজ তৃণমূল কংগ্রেসের হাত থেকে দেশকে রক্ষা করতে জন্ম হয়েছে ইউনাইটেড সোস্যালিস্ট পার্টির’। শনিবার বিকালে বসিরহাট ত্রিমোহিনী থেকে প্রচার শুরু করেন তিনি। বসিরহাট ইটিন্ডা রোড সংলগ্ন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে করেন ভোটের প্রচার।