কেডিএস, নদিয়া :- প্রচন্ড দাবদাহের মধ্যে তৃষ্ণার্তদের তৃষ্ণা মেটাতে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েসন পশ্চিমবঙ্গ কমিটি (০৩৬৫) – এর উদ্যোগে চাকদহ-বনগাঁ রোড, লালপুরে (চাকদহ, নদিয়া) একমাস ব্যাপী এক জলছত্রের আয়োজন করা হয়েছে। এই জলছত্রে আহিরা পশ্চিমবঙ্গ কমিটি (০৩৬৫)- র চাকদহ -পায়রাডাঙা অঞ্চলের সদস্যরা অংশগ্রহণ করে।