কবিতা :- আশায় আছি পথ চেয়ে
।। চঞ্চল মিস্তিরী।।
হয়তো তোমার পাব দেখা
যেখানে ঔ নত আকাশ
চুমছে বনের সবুজ রেখা
ঐ স্বুদূরের গাঁয়ের মাঠে
আলোয় পথে বিজন ঘাটে
হয়তো এসে মচ্ কি হেসে
ধরবে আমায় হাতটি একা।।
বনের ফাঁকে দূস্ট তুমি
আস্তে যাবে নয়না চুমি
সেই সে কথা লিখছে হোথা
দিগ্বলয়ের অরুন লেখা।।
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া
নীশিতে স্বনের জ্যোছনায়।।