অলোক আচার্য, কলকাতাঃ- বাঙালির দুর্গোৎসব আসতেই লিটল ম্যাগাজিন ও সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ঘিরে মেতে ওঠে পাঠককুল ও কবি সাহিত্যিক লেখকরা। ঠিক তেমনই কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে রবিবার আমরা দশভুজা পত্রিকার বৈশাখ ও শারদ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে সাহিত্য প্রেমিদের কৌতুহল ছিল চোখে পড়ার মতো।

১৯শে সেপ্টেম্বর রবিবার দুপুর দুটোয় শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল “আমরা দশভুজা” পত্রিকার বৈশাখ ও শারদ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন।

উচ্চমানের এই সাহিত্যসভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কবি ও সাহিত্যিক অসীম দাস, প্রদীপ আচার্য, সুনীল সরকার, কবি অভিজিৎ চ্যাটার্জী, বাচিক শিল্পী রঞ্জনা কর্মকার এবং দশভুজা নির্বাচনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি ক্ষমা মুখার্জি এবং চিকিৎসক -কবি শ্রীসদ্যোজাত, কবি ও সাহিত্যিক তপন কুমার বিশ্বাসের মতো গুণীজনেরা।

পত্রিকার সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী এবং সভাপতি শ্রাবণী ঘোষের আন্তরিক প্রয়াসের সুন্দর প্রকাশ এই অনুষ্ঠান। কবি ও সংগীত শিল্পী শ্রাবণী ঘোষের সুরেলা কন্ঠে মায়ের আগমনী গান দর্শকদের মুগ্ধ করে এদিন ।সমগ্র অনুষ্ঠান টি সঠিক সুরে বেঁধে রাখেন, কবি সঞ্চালক শুভাশীষ সরকার। সক্রিয় সহযোগিতা করেন সহ সম্পাদিকা রাখী চক্রবর্তী, সহ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য, এডমিন স্বাতী মুখার্জি এবং ববি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৮ জন কবি ও সাহিত্যিক।