সংবাদদাতা, বারাসাত :- উত্তর ২৪ পরগনার আমডাঙায় নিহত নাজিবুর করিমের বাড়িতে বাম প্রতিনিধি দল । প্রতিনিধি দলে মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, জেলা সম্পাদক পলাশ দাশ ও গার্গী চ্যাটার্জি প্রমুখ। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ এই প্রতিনিধি দল এসে নিহত নাজিবুর করিমের পরিবারের লোকেদের সাথে কথা বলেন এবং নাজিবুরের পরিবারের পাশে থাকে তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন । পাশাপাশি দোষীদের শাস্তির দাবীও জানান । সূর্যকান্ত মিশ্র জানান নাজিবুর সহ রাজ্যে সমস্ত জাগায় যে অত্যাচার চলছে, তার দোষীদের গ্রেপ্তার করতে হবে । দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে । এই পরিস্থিতির পরিবর্তন চাই । মৃত্যু নিয়ে টানাটানি করছে বিজেপি-তৃণমূল । রাজ্যের পরিস্থিতি ভয়াবহ পুলিশ গুলি চালাচ্ছে । মুখ্যমন্ত্রীর টুইট নিয়ে তিনি বলেন, গত ৪ বছরে ১১% আর এস এস বেড়েছে শুধু মুখ্যমন্ত্রীর কারনে । তবে এদিনও নিহত নাজিবুর করিমের বাবা জানিয়েছেন তিনি বিজেপি করছে । প্রাক্তন বাম কর্মী হওয়ার কারণে তার বাড়িতে আজ বাম প্রতিনিধি দল । তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে তিনি বিজেপি করছেন । সিপিআইএম তাঁদের আশ্রয় দিতে পারছে না , তাই তারা বিজেপির সাথেই আছেন ।