নিজস্ব সংবাদদাতা :- বিজেপি আবাসিক প্রশিক্ষণ অনুমতি নিয়ে জটিলতা, নহাটায় রাস্তা অবরোধ করল বিজেপি সমর্থকরা। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয় একটি আবাসিক প্রশিক্ষণের জন্য অনুমতি নিয়েছিল বিজেপি। স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিয়েও পুলিশের অনুমতি না থাকায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দেয় আজ সকালে। ক্ষুব্দ বিজেপি সমর্থকরা নহাটা গোপালনগর সড়কের নাহাটা হাই স্কুলের সামনে অবরোধ শুরু করে। প্রায় দুই ঘণ্টা বেশি সময় ধরে অবরোধ চলে।