নিজস্ব প্রতিনিধি, জগদ্দল :- ভাটপাড়া বোমাবাজির ঘটনা যেন রোজকারের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।গতকাল দুপুরে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতি বোমা ছোঁড়ে। পুলিশের সাথে দুষ্কৃতিদের খন্ড যুদ্ধে এক দুষ্কৃতিকে এনকাউন্টার করে পুলিশ। আজ ফের জগদ্দলে বোমাবাজিতে কেঁপে উঠলো এলাকা ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। বোমাবাজির ঘটনাটি ঘটেছে আজ রাত ৮ টার সময় ভাটপাড়া মোড়, ছয় নম্বর সাইডিং, ৫ নম্বর গলিতে। ব্যস্ততম ঘোষপাড়া রোডের উপর পড়তে থাকে একের পর এক বোমা। বোমাবাজির ঘটনায় গুরুতর আহত হয় মোহাম্মদ আলম। তাকে গোলঘর হসপিটালে নিয়ে যাওয়া হয়।বোমাবাজির পরই এলাকায় দোকানপাট বন্ধ ।একদম শ্মশানে পরিনত হয়।খবর পেয়ে ঘটনাস্থানে আসে বিশাল পুলিশ বাহিনী । ছয় নম্বর সাইডিং থেকে মহম্মদ শাহজাদা নামে একজনকে আটক করেছে পুলিশ । আতঙ্কে কাটাচ্ছেন ভাটপাড়ার স্থানীয়রা বাসিন্দারা।স্থানীয়দের থেকে জানা গিয়েছে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে এক মহিলা সহ তিন জন আহত হয়েছে। তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পুলিশের দাবি দুজন আহত হয়েছে। ভাটপাড়া তৃণমূলের কনভেনার সোমনাথ শ্যাম বলেন,’হালিশহর ও কাঁচরাপাড়া পুরসভা হাতছাড়া হওয়ার পর ভাটপাড়ায় নতুন করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে অর্জুন সিং এসব করছে’।