সনাতন গরাই, দুর্গাপুর :- দুর্গাপুর সগড়ভাঙ্গা কলোনিতে রবিবার খুবই উৎসাহ ও উদ্দীপনার সাথে সগড়ভাঙ্গা ইউথ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । মোট ১৬ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মিশন হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করেছেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম শিবির পরিচালনায় সাহায্য করেছে।
রক্তদান শিবিরের সাথে মরনোত্তর চক্ষুদান ও দেহদান -এর অঙ্গীকার করার আয়োজন করা হয়েছিল।দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি সাহায্য করেছেন।