নিজস্ব সংবাদদাতা :- বিএসএফের এক কনস্টেবল সহ আন্তর্জাতিক চোরাচালান কারবারের সাথে যুক্ত মোট ৫ জনকে গ্রেফতার করল বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ। ধৃতদের মধ্যে একজন মহিলাও আছেন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭টি ল্যাপটপ, ১০টি সিপিইউ, ১২টি মনিটর, ১টি কি বোর্ড, ১টি মাউস, ৬টি মোবাইল। ধৃতেরা হল দীপঙ্কর হাজরা, রাখী মন্ডল, মহম্মদ ওয়াসিম ও সলমন শেখ। এসওজির টিম গোপন সূত্রে খবর পায়, যে একটি টাটা সুমো গাড়িতে করে মাল পাচার করা হচ্ছে। গাড়ি আটকে তল্লাশি চালিয়ে বেশ কিছু মাল সিজ করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মন্দিরতলা থানা এলাকায় সানোয়ার বৈদ্যর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ল্যাপটপ উদ্ধার করে। এইসব চোরাই মাল বিএসএফ কন্সটেবল দীপঙ্কর হাজরার সাহায্যে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচার করত। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশ যোগও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। ৫দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।