সংবাদদাতা, রাজারহাট :- অান্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। তাদের কাছ থেকে গাড়ির প্রচুর ভুয়ো নথিপত্র ও একটি ফরচুনা গাড়ি এবং দুটি বাইক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু মাস ধরে রেকজোয়ানী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অন্ত:রাজ্য গাড়ি পাচার চক্র চালাচ্ছিল ধৃতরা। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাড়ির নম্বরের ভুয়ো নথিপত্র তৈরি করে সেই গাড়ি বিক্রি করত এই পাচার চক্র। তবে গাড়ির যে নম্বর দেওয়া হত সেটি ভুয়ো। গাড়ির নম্বরের ভুয়ো নথিপত্র দেওয়ার পাশাপাশি গাড়িতে অন্য ইঞ্জিন ও বডি লাগিয়ে বিক্রি করতো। ধৃতদের দুজনের নাম আজিজুল রহমান। বাড়ি রাজারহাট এর গলাসিয়াতে। আলতাফ হোসেন। মণিপুরের বাসিন্দা। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তা জানতে ধৃতদের ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে রাজারহাট থানার পুলিশ।