সনাতন গরাই, দুর্গাপুর :- লোকসভা ভোট যত এগোচ্ছে প্রচারের ঝড় ততই বাড়ছে।বর্ধমান দুর্গাপুরে চতুর্থ দফায় লোকসভা ভোট।বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে দেরি হয়েছে।কিন্তূ প্রচাররের ঝড় উঠেছে বিজেপির।বর্ধমান দুর্গাপুরের তৃনমুল প্রার্থী মমতাজ সংহমিতার বিরুদ্ধে লড়ছে সুরিন্দর সিং আলুওয়ালিয়া।প্রতিটা জায়গায় প্রচার সারছেন দুইদলই।আজ আদালত চত্বরে আইনজীবিদের সাথে প্রচার সারলেন আলুওয়ালিয়া।তৃনমূল কংগ্রেসের আইনজীবী সেলের নেতা দেবব্রত সাঁইও রাজনৈতিকতার হাত বাড়িয়ে দেন আলুওয়ালিয়া।এই দুই দলের নেতাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে এরা দুই পক্ষের।

আলুওয়ালিয়া আদালতের আইনজীবীদের বিভিন্ন পরামর্শ দেন।তিনি এও বলেন বিজেপি ১০০%ভোটে জয়লাভ করবে।তৃনমুল সরকারেরও প্রচার জোরকদমে গোটা বর্ধমান দুর্গাপুর জুড়ে।কার জয় নিশ্চিত হয় সেটা নির্বাচনের ফল ই বলতে পারবে।