সনাতন গরাই, দুর্গাপুর:- আগুরী পরিবার ফেসবুক গ্রুপের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা করা হলো। আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, গলসী, বর্ধমান, ভাতার, কাটোয়া, কলকাতা ও বীরভূমের কৃতী ছাত্র ছাত্রীদের সংবধনা দেওয়া হলো । আগুরী পরিবারের এডমিনরা ছাত্রছাত্রী দের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা দিয়ে উৎসাহিত করে এসেছে ।ছাত্রছাত্রীরা জানাচ্ছে তারা খুব খুশি আগুরী পরিবারের পক্ষ থেকে সম্মানিত হয়ে এবং আগুরী পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আগুরী পরিবার ফেসবুক গ্রুপকে দীর্ঘজীবি কামনা করেছে।আগুরী পরিবারের এডমিন দের সাথে যোগাযোগ করা হলে তারা জানাই যে আগুরী পরিবার ফেসবুক গ্রুপ শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশ মূলক বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে।এছাড়া প্রতিমাসে এই গ্রুপে কুইজ প্রতিযোগিতা হয় এবং পুরস্কার প্রদান করা হয়।
শুধুমাত্র একটা ফেসবুক গ্রুপ যার মাধ্যমে প্রচার করে বিভিন্ন সামাজিক কাজ থেকে শুরু করে রক্তদান শিবির করে নজির গড়ে তোলে।