সানওয়ার হোসেন, কাকদ্বীপ :- দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে আগুনে ভস্মীভূত প্রায় ১৪ টি দোকান। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি আনুমানিক দুটো নাগাদ কাকদ্বীপ কোর্টের সামনে সবজি মার্কেটে। ওই সময় আগুন লাগার দৃশ্য এক ব্যক্তির নজরে আসে। তড়িঘড়ি কাকদ্বীপ থানা তে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং প্রায় এক ঘন্টা পর দমকলের দুটি ইঞ্জিন আসে। ভোর পর্যন্ত আগুন নেভানোর কাজ চলে, আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় ১৪ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটিরও বেশি। কিন্তু আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ।