সনাতন গরাই, পশ্চিম বর্ধমান :- দুর্গাপুর থেকে চেন্নাই ও মুম্বাই রুটের বিমান পরিষেবা উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। দুর্গাপুর থেকে দিল্লি ও হায়দ্রাবাদ যাওয়ার জন্য বিমান পরিষেবা চালু হয়েছে অনেক দিন আগেই। এর ফলে দুর্গাপুরের মানুষের অনেক সুবিধায়ও হয়েছে। এরপর চালু হলো দুর্গাপুর থেকে মুম্বাই ও চেন্নাই গামী বিমান পরিষেবা। দুর্গাপুর ও আসানসোলের মানুষের দাবি ছিল যাতে করে চেন্নাই ও মুম্বাই গামী বিমান পরিষেবা চালু হয়। সেই দিকেই নজর রেখে স্পাইক জেট চালু করলো এই পরিষেবা। দুর্গাপুর থেকে কলকাতা যেতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। অসুস্থ মানুষের পক্ষে তা প্রচন্ড কষ্টের হয়ে দাঁড়ায়। এবার দুর্গাপুর বাসীর জন্য স্পাইক জেট চালু করলো এই পরিষেবা।জুন মাসের মধ্যে পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।সেই কথা মতো ২৫সে জুন থেকে শুরু হবে এই উড়ান পরিষেবা। প্রতিদিন একটি করে দুর্গাপুর আসবে আর একটি করে মুম্বাই ও একটি চেন্নাই যাবে ভাড়াও স্বল্প।আসানসোল দুর্গাপুরের মানুষ এই পরিষেবার কথা শুনে আনন্দে মেতে উঠে।