সঞ্জয় দাস, কলকাতা :- প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আয়োজিত হল ২৫ তম আইএনআইএফডি ফ্যাশন শো ২০১৯। নানান চিন্তা ভাবনার উপর নির্ভর করে এই ফ্যাশন শো বাস্তবায়িত হয়েছে। এই থিম গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল যেমন- গ্রীন-ই -এনাৰ্জি, পোলারমিং, রূপচার অফ ক্রাস্ট, আন্ডারওয়াটার আউড়া, বার্ডস ফ্রেমওয়ার্ক, মাই কিচেন গার্ডেন, রেইমপোসিং অটাম সেক্রেড কণ্টস, হাইড্রোলুশন, লায়ন ফিশ, গেনুস অফ হেরবিভোরে, স্মগ, নেক্টর, ব্লম্মারস, রয়াল ইমপ্রিন্টস, লবেলিয়া ডেকেনিই, চারখা, লিভস হুই, ব্র্যাকডাউন অফ আর্থ এবং রোমান সিম্পোসিয়াম।এই শো-তে ব্যবহৃত বস্ত্রগুলিতে সিল্ক, সুতির, খাদি, তাফাতা, ডেনিম ও অন্যান্য বস্তু ব্যবহার করা হয়ে. বিচারক রূপে মিস্টার এলেক্সে এম ইদামকিন (রাশিয়ান কনসাল জেনারেল কলকাতা ), ফ্যাশন ডিসাইনার মিস সাবরী দত্ত, মিস্টার অভিষেক দত্ত, অভিষেক রায় এবং অভিনেতা অভিজিৎ দত্ত আলোকরঞ্জিত করেন। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, নীল ভট্টাচার্য ও অভিনেত্রী এনা সাহা। এই অংশগ্রহণকারি উল্লেখযোগ্য মডেলরা হল রাজীব, রূপম অর্চিত, দেবারুন, সৌম্যদীপ, শুভঙ্কর, রূপ, শায়ান সূর্য, মনজিৎ, সায়ন্তন (ছেলে)এবং মেয়ে মডেলরা হল তোমারি টিউলিপ, সারা, বিপাশা, তমোরি, পল্লবী, ডিম্পি, পপি, মোহর , মেঘনা, রিয়া, আনোখি, সুপ্রিয়া, উর্বশী, সৌমি, সুস্মিতা এবং শার্লী। বলাবাহুল্য সদ্য কৈশোরে পড়া বিপাশা এই শোতে আত্মপ্রকাশ ঘটে এবং সকল দর্শকের মন জয় করে নেয়। এই শো-টি সার্বিক পরিচালনা করেছেন জন সেনগুপ্ত ও পরিবেশিত করেন সৌকত টুকাই (ফ্যাশন কোরিওগ্রাফার)।