নিজস্ব সংবাদদাতা, অশোকনগর :- অশোকনগর নবজীবন পল্লীতে অজ্ঞাত পরিচয় ৪৫ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার। পচা গলা মৃতদেহটি উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, আজ সকাল ৯টা নাগাদ আশোকনগ ৫ নং যশোর রোডের কাছে এলাকার মানুষ একটি পরিত্যাক্ত ডোবার মধ্যে একটি ডেড বডি দেখতে পায়। প্রচণ্ড দুর্গন্ধ ছরাতে থাকে সেই ডেডবডি থেকে। সাথে সাথে লোকাল আশোকনগর থানায় খবর দেওয়া তে পুলিশ এসে লাশ নিয়ে যায়। এলাকার মানুষ লাশ টি সনাক্ত করতে পারে নি। পুলিশের প্রাথমিক ধারণা লাশ টি , বিগত এক দুই দিনের হবে। তবে তাকে সনাক্ত করা যায় নি। কিভাবে কোথা থেকে এলো এই লাশ, কি ভাবেই বা তার মৃত্যু হলো। সবটাই অপেক্ষা করছে ময়নাতদন্তের রিপোর্টারের উপর। অশোকনগর থানার অফিসার এসে দেহটি নিয়ে যায়।