সংবাদদাতা নৈহাটি :- বিস্ফোরক মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। সুনীল সিং তৃণমূলে যোগদান করার জন্য ঘোরা ঘুরি করছে। শুক্রবার রাতের তৃণমূল ও বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন উভয় পক্ষেরই কর্মী।এই কারণেই নৈহাটি পৌরসভা থেকে রবিবার বিকেলে তৃণমূলের একটি প্রতিবাদ মিছিল বের হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন, তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক সহ তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীরা। লোকসভা ভোটের পর নৈহাটি পৌরসভার ১৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। তবে গতকালই কিন্তু তৃণমূল ভবনে গিয়ে ববি হাকিমের হাত ধরে আবারও তারা দল ফিরলেন। এমুহূর্তে কার্যত এখন নৈহাটি পৌরসভা তৃণমূলের দখলে। নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-এর যোগদান নিয়ে মুখ খুললেন, জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “অর্জুন সিং-এর জামানা শেষ। অর্জুন সিং-এর ভগ্নিপতি তৃণমূলে যোগ দেওয়ার জন্য ঘোরাঘুরি করছে। সুনীল সিং বাড়ির নীচে লিখে রেখেছে আর একবার ডাকিলেই পাই।” কাঁচরাপাড়া নৈহাটির পর পুজোর পরই উপযুক্ত ব্যবস্থা নিয়ে এবার তৃণমূল কংগ্রেস ভাটপাড়া পৌরসভা দখল করবে বলে তিনি জানান।