
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ- বিজেপি যুবমোর্চার মণ্ডল সভাপতি অর্জুন চৌরাসিয়ার হত্যার প্রতিবাদে গোপীবল্লভপুর ১নং মন্ডলের ফানিয়ামারা পার্টি অফিসে তাঁর প্রতি শোক জ্ঞাপন করা হ’ল। এবং দোষীদের কঠিন শাস্তির দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত ৬ মে সকালে কাশীপুর রেল কোয়ার্টারে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় বিজেপি যুবমোর্চার মণ্ডল সভাপতি অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ। বিজেপির অভিযোগ, ভোটের পর ঘরছাড়া ছিলেন অর্জুন। তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল।
অর্জুন ২০১৩ সালে বিজেপির সদস্য হন। ২০১৯ সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির মণ্ডল সহ-সভাপতি হিসেবে ছিলেন। এবং কলকাতা পুরভোটে ৬ নং ওয়ার্ডের ১৪২ নং বুথে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন এই অর্জুন চৌরাসিয়া।