সানওয়ার হোসেন; দীঘা :- বাঙালি প্রিয় খবর মাছ। আর মাছের রাজা ইলিশ। মূলত আষাঢ়, শ্রাবণ ভাদ্র মাসে ইলিশ মাছ দেখা যায় সমুদ্রে। কিন্তু এ বছর আষাঢ় পেরিয়ে শ্রাবণের শেষের পথে তবুও ইলিশ না পেয়ে হতাশায় মৎস্যজীবী থেকে ভোজন প্রীয় বাঙালি সবাই। ইলিশ না পেয়ে ফিরে আসতে হয়েছে ট্রলার কেও। দুদিনের বৃষ্টিতে হতাশা কাটিয়ে হাসি ফুটেছে মৎস্যজীবী থেকে ভোজন প্রীও বাঙালি দের। কারণ দীঘা সমুদ্রে ৮ টন ইলিশ উঠেছে ট্রলারে। এতেই আনন্দে মেতেছে মৎস্যজীবীরা। কাল সকাল থেকে বাজারে ইলিশ দেখা যাবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। ইলিশের দর থাকবে মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যেই এমনই মনে করছে মৎস্য বিক্রেতারা। মূলত ইলিশ না আসার কারণ হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। আর বৃষ্টি শুরু হতেই মৎস্যজীবীদের হাতে ধরা পরল ইলিশ। তাই অবশেষে বাঙালির পাতে উঠতে চলেছে মাছের রাজা ইলিশ।