নিজস্ব সংবাদদাতা, বারাসাত :- অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূকে খুন করার অভিযোগ, বিচার চেয়ে অধীর চৌধুরীর শরনাপন্ন মৃতার মা। মিলল আইনি সহায়তার প্রতিশ্রুতি।
নৃশংস ঘটনাটি ঘটে গত সপ্তাহের মঙ্গলবার কদম্বগাছি হেমন্ত বসু নগরে। অভিযোগ,পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শর্মিষ্ঠা বিশ্বাসের সঙ্গে বিবাহ হয় সুমন মন্ডলের। দীর্ঘদিন ধরে নানা অছিলায় অত্যাচার করা হতো মেয়েকে, এমনি অভিযোগ মা মুক্ত বিশ্বাসের। মঙ্গলবার সহবাস করতে না চাওয়ায় অন্তঃসত্ত্বা মেয়েকে পেটে লাঠি মারে সুমন, এমনই অভিযোগ । পরে শারীরিক যন্ত্রনায় কাতর মেয়ের সঙ্গে মায়ের দেখা করতে না দেওয়ারও অভিযোগ ওঠে। এরপর শর্মিষ্ঠার মৃত্যু ঘটে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় তার স্বামী সুমন মন্ডল। আজ বারাসাত আদালতে মেয়ের হত্যা কারীর শাস্তি চেয়ে মা মুক্ত বিশ্বাস

মৃতার মা মুক্ত বিশ্বাস
দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর সঙ্গে। অধীর চৌধুরী এদিন বিশেষ আদালতে এসেছিলেন । সব শুনে বিষয়টি দেখার জন্য তাঁর ঘনিষ্ঠ আইনজীবীদের নির্দেশ দেন।