সনাতন গরাই, দুর্গাপুর :- আসানসোল থেকে বর্ধমানের দিকে একটি মারুতি করে যাচ্ছিল।হঠাৎ অন্ডালের কাজড়ার কাছে উড়ালপুলে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মারুতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৫এর মহিলার ,গুরুতর জখম হয় বছর ১৭র সোমা দাস। সোমাকে প্রথমে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে স্বাভাবিক করে দেয়।

চলতি সপ্তাহে মৃত্যু হয়েছিল এক সাব ইন্সপেক্টর, তার পরেই মর্মান্তিক ভাবে মৃত্যু হলো আরো এক মহিলার।এতো দুর্ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশি নিরাপত্তা কেন জোরদার করা হচ্ছে না।