সনাতন গরাই, দুর্গাপুর :- কখনো গুজব আবার কখনো সত্য তার মাঝেই আইন নিজের হাতে তুলে নেয় জনতা। সেইরকমই উখড়ার ছোঁড়া পঞ্চায়েতের শঙ্করপুরে এক সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলে তাকে একটি ক্লাবে আটক করে স্থানীয় লোকজন। তারপর শুরু হয় সেই গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখরা ফাঁড়ির পুলিশ।পুলিশ সেখান থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সন্দেহভাজন যুবককে। জখম যুবককে উদ্ধার করে খাঁদরা গ্রামীন হাসপাতালে নিয়ে যায় পরে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।বৃহস্পতিবার ও এলাকার মানুষ আতঙ্কে বাচ্চাদের বাইরে বেরোতে দিচ্ছে না।আতঙ্কের জেরে শিক্ষাকেন্দ্রে নেই পড়ুয়া। গত কয়েকদিন আগে থেকে রটেছিল ছেলেধরা আতঙ্ক।
আসানসোল দুর্গাপুর পুলিশ সূত্র ধরে জানা গেছে দুর্গাপুরে কখনো কখনো গুজব ছড়িয়ে দেয় কিছু সমাজবিরোধী লোক।তার থেকেই সৃষ্টি হয় এই গুজব আতঙ্ক।প্রশাসন এটাও জানান আইন নিজের হাতে তুলে নেবেন না আর কোনো গুজবে কান দেবেন না।প্রশাসন সর্বদা মানুষের পাশে।