সনাতন গরাই, দুর্গাপুর :- রাখীর বন্ধন নয় তো,নতুন ফ্যাশনের ভাষা,রাখীর বন্ধন হলো সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন আসা।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলার সমস্ত মানুষকে এক করার জন্য রাখি বন্ধনের সূচনা করেন। সময় বদলাতে থাকে, মানুষ পরিবর্তন হতে থাকে,পরিবর্তন হতে থাকে গোটা বাংলা।এই দিনকে পারে না কেউ ভুলতে বরং মহান মনীষীর এই কর্মযজ্ঞে হতে থাকে সমাজের বিভিন্ন মানবিক কাজ।মানুষ পরিবর্তন হতে পারে কিন্তু রাখী পূর্ণিমার মহান লগ্নে সমাজের অসহায় মানুষের সেবায় মেতে ওঠেন একশ্রেণীর মানুষ।
ঠিক তেমনি বৃহস্পতিবার রাখী পরিয়ে অনাথ শিশুদের সাথে দিন কাটালো মলানদিঘী পুলিশফাঁড়ির ইনচার্জ থেকে ফাঁড়ির সমস্ত পুলিশ কর্মীরা। এই দিন সকাল থেকেই রাজবাঁধ শিশু সদন অনাথ আশ্রমে মলানদিঘী ফাঁড়ির পুলিশ কর্মীরা অনাথ বাচ্চাদের নিয়ে খেলাধুলা, খাওয়া দাওয়ার পাশাপাশি বাচ্চাদের মানুষের মত মানুষ হওয়ার শিক্ষা দেয়। এই দিন সমস্ত খাওয়াদাওয়া মলানদিঘী ফাঁড়ির ইনচার্জ তাপস কুমার মন্ডল ও ক্যাম্পের পক্ষ থেকে করানো হয়। তাপসবাবু জানান, আজ এই অনাথ বাচ্চাদের পাশে থাকতে পেরে খুবই ভালো লাগছে। তিনি জানান পুলিশ আইনের রক্ষক পাশাপাশি সমাজের মানুষের প্রতি দায়িত্ব রাখাটাও আমাদের অধিকার। যার কেউ নেই তাদের জন্য সর্বদা প্রশাসন আছে। তিনি জানান অনাথ শিশুরা যেদিন বড়ো হয়ে দেশের জন্য কর্মযজ্ঞে মেতে উঠবে সেদিন তাদের আর অনাথ বলে কোনো পরিচয় থাকবে না,তাদের একটাই পরিচয় থাকবে আমরা মানুষ।