সনাতন গরাই, দুর্গাপুর :- তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী।এই গরম থেকে পথ চলতি মানুষকে একটু জল শরবত দিয়ে এগিয়ে এলো শিবপুর রাউৎপাড়া একশন ক্লাব।গাড়ি থামিয়ে মানুষদের তেষ্টা নিবারণের জন্য এই ব্যবস্থা।এই উদ্যোগকে এলাকার মানুষ থেকে পথচলতি মানুষ সকলেই সাধুবাদ জানাই।
উদ্যোগতারা জানান এইটুকু জলছত্রের ব্যাবস্থা করে খুব ভালো লাগলো পরবর্তীকালে আরো অন্যভাবে করার ব্যবস্থা করবো।