সনাতন গরাই, দুর্গাপুর :- অঙ্গদপুর রাতুরিয়া শিল্পতালুকে সোমবার সাতসকালে ভাটি বিস্ফোরণ। রাতুরিয়া শিল্পতালুকে এই নিয়ে আট বার ভাটি বিস্ফোরণ হলো।সোমবারের এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।এলাকার ক্ষুব্ধ জনতা ওই কারখানার উপর ভাঙচুর চালায়। বাড়ে বাড়ে একই ঘটনা ঘটা সত্বেও কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে জানান স্থানীয় মানুষজন।এই বিস্ফোরনের ফলে একাধিক বাড়ির দেওয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ অঙ্গদপুর রাতুরিয়া পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়, তারা জানান প্রত্যেকবারের ভাটি বিস্ফোরনের ফলে আহত হতে হচ্ছে শ্রমিক থেকে এলাকাবাসীদের। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ ধরে চলে পথবরোধ। পরে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ। এলাকার মানুষ জানায় এবার কারখানা কর্তৃপক্ষ যদি পদক্ষেপ গ্রহণ না করে তাহলে লাগাতার বিক্ষোভ চলবে।